স্টাফ রিপোর্টার: আইসিআরসি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে শুভসূচনা করেছেন বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা। তীর্থের অলরাউন্ড নৈপুণ্যে ইংলিশদের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান করে লাল-সবুজের দল। চারে নামা অপূর্ব কুমারের ২২ ও ছয়ে নেমে তীর্থের ১০ বলে ১৭ রান করে চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করে দলকে। বল হাতেও দারুণ জ্বলে ওঠেন তীর্থ। পেয়েছেন ৩ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরাও তিনি।