খবর: (দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজাখোরের কারাদণ্ড)
তোরা সবাই গাঁজা খেয়ে
বাংলা-ভারত জ্বালালি,
কোনো কিছু বলতে গেলেই
শুরু করিস দালালি।
জেলের খানা মাংনা আসে
যায় পাওয়া গুড় পাটালি
লাল দালানের বন্দি ঘরে
সময় কেমন কাটালি?
থাকরে তোরা মজার ঘরে
দলতো ভালোই পাকালি
শেষ বয়সে এসে নাকি
সাবাই তোরা ঘা খালি!
-আহাদ আলী মোল্লা