চুয়াডাঙ্গায় দুর্ঘটনা : বাড়ি ফেরা হলো না মেহেরপুরের শিক্ষক ছায়েরার

দক্ষতা বৃদ্ধির জন্য যশোর টিটি কলেজে ১৪ দিনের প্রশিক্ষণ সম্পন্ন করে ফেরার পথে বিপত্তি

 

মেহেরপুর অফিস: যশোর টিটি কলেজ থেকে ট্রেনিং শেষে বাড়ি ফেরা হলো না সহকারী শিক্ষিকা ছায়েরা খাতুনের (৩৫)। গতকাল শুক্রবার যশোর থেকে তিনি মেহেরপুরে পৌঁছুনোর আগে সন্ধ্যা ৭টার দিকে ট্রেন থেকে নেমে চুয়াডাঙ্গার এক বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে নিহত হন। চুয়াডাঙ্গার ঈদগাপাড়ার ঈদগা বাঁকে বান্ধবীর সামনেই ঘটে এ ঘটনা। ছায়েরা খাতুন মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া দাখিল মাদরাসার জীববিজ্ঞানের সহকারী শিক্ষিকা।

কুলবাড়িয়া দাখিল মাদরাসা সুপার মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সহকারী শিক্ষিকা ছায়েরা খাতুন জীববিজ্ঞানের ওপর ১৪ দিনের সিপিডি-২ ট্রেনিং করতে যান যশোর সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে। প্রশিক্ষণ শেষে গতকাল তিনি ট্রেনে চুয়াডাঙ্গা পৌঁছান। সেখান থেকে চুয়াডাঙ্গার এক বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য ইজিবাইকে ওঠেন। পথিমধ্যে ইজিবাইকের চাকায় তার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সহকারী শিক্ষিকা ছায়েরা খাতুন মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। প্রায় ১৫ বছর আগে একই গ্রামের জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়। স্বামী কৃষিকাজ করলেও তিনি করতেন শিক্ষিকার চাকরি। তিনি ছিলেন এক পুত্রসন্তানের জননী। একমাত্র পুত্র সাকিব কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। মাকে হারিয়ে সে এখন শোকে পাথর। তার লাশ মেহেরপুরের কুলবাড়িয়া গ্রামে নেয়া হয়েছে। তার মৃত্যুতে আত্মীয় স্বজন ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।