চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের প্রতিষ্ঠাতা অ্যাড. কাজী হায়দারের মৃত্যুবার্ষিকী আগামী ১১ সেপ্টেম্বর। তার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিসভা ও সাপ্তাহিক সাহিত্য আসর প্রতিধ্বনি গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংঘের সভাপতি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সাহিত্য আসর প্রতিধ্বনিতে স্বরচিত লেখা ও চিরায়ত সাহিত্য পাঠ করেন আনছার আলী। অন্যান্যের মধ্যে লেখা পাঠ করেন ড. এমএ রশীদ, আহাম্মদ আলী, হাবিবি জহির রায়হান, অ্যাড. বজলুর রহমান, ফয়সাল আহমেদ, রব্বেল হোসেন মালিতা, ডা. কামরুজ্জামান, অশোক দত্ত, বিপু চৌধুরী, ইয়াছিন আলী, ইনতাজুল, আ. রহিম, আশিকুজ্জামান আসাদ, মাহতাব উদ্দিন, শামীমা আখতার, ময়নুল হাসান, আনছার আলী, চিত্তরঞ্জন সাহা চিতু, ইদ্রিস মণ্ডল, আব্দুল আলীম, শিরোনাম মেহেদী ও ওমর আলী মাস্টার। পঠিত লেখার ওপর আলোচনা করেন ড. এমএ রশীদ ও বেগমপুরের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংঘের সাধারণ সম্পাদক কবি ময়নুল হাসান। প্রেসবিজ্ঞপ্তি।