চুয়াডাঙ্গায় কাঁচামরিচের কেজি ২ শ টাকা

 

দামুড়হুদা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার সব হাটবাজারে কাঁচামরিচের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম। এক মাসের ব্যবধানে সবজির দাম বেড়েছে দ্বিগুন। গতকাল শুক্রবার দামুড়হুদার তহবাজারে কাঁচামরিচ ২ শ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। কাঁচামরিচের পাশাপাশি প্রতিটি সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্নœ আয়ের মানুষ। দামুড়হুদা তহবাজারের সবজিব্যবসায়ী আ. মালেক বলেন, কাঁচামরিচের সাথে পাল্লা দিয়ে বেগুন, পটোল, ঢেঁড়স, পেঁপে, কচু, করলা, পেঁয়াজ, রসুন, ওলসহ প্রতিটি সবজির মূল্য অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। বেগুন ৩০ টাকা থেকে ৪০, করল্লা ৪০ থেকে ৬০, ওল ২০ টাকা থেকে ৩০, পেঁপে ১০ টাকা থেকে ২০, ঢেঁড়স ২০ থেকে ৩৫, কাঁচা মরিচ ১৪০ টাকা থেকে বেড়ে ২ শ টাকা দরে বিক্রি হচ্ছে।