ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভালাইপুরমোড়ে সেলুনদোকানিকে উপর্যুপরি হাতুড়িপেটা করে গুরুতর আহত করেছে। জানা গেছে, গতকাল দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ের সেলুনদোকানি খাদিমপুর দোপপাড়ার আপেল সর্দারের ছেলে ঝন্টু দোকান বন্ধ করে খাদিমপুর ফেরার পথে একই গ্রামের সাফেজদ্দিনের ছেলে সুদব্যবসায়ী জসিম উদ্দিন হুসেন জোর করে দোকানের চাবি ছিনিয়ে নিয়ে ফিরিয়ে আনে দোকান খুলিয়ে সেভ করতে বলে। সেভ করতে ১০ টাকায় হবেনা। ১৫ টাকা লাগবে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যয়ে দোকানের মধ্যে ইট দিয়ে মেরে গুরুতর আহত করা হয় ঝন্টুকে। আহত অবস্থায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পাশের দোকান থেকে হাতুড়ি নিয়ে রক্তাক্ত জখম করে জসিম উদ্দিন। এ বিষয়ে ভালাইপুর মোড়বাজার কমিটি ও স্থানীয় পুলিশ ক্যাম্পে অভিযোগ আনা হয়েছে।