চিরনিদ্রায় শায়িত হলেন মুজিবনগরের আলবিনু মণ্ডল

 

মুজিবনগর প্রতিনিধি: শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত করে মেহেরপুর মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলবিনু মণ্ডলকে চিরবিদায় দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে শেষকৃত্যানুষ্ঠানের মধ্যদিয়ে তাকে সমাহিত করা হয়।

শেষকৃত্যানুষ্ঠানে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাসের নেতৃত্বে তার কফিনে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। দুপুর ১২টার দিকে ভবেরপাড়া খ্রিস্টান রোমান ক্যাথলিক চার্চ কবরস্থানে তাকে সমাহিত করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আলবিনু মণ্ডল বল্লভপুর মিশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।