অনিশ্চয়তায় এগারো হাজার হজযাত্রীর বিক্ষোভ

 

স্টাফ রিপোর্টার: মোয়াল্লেম ফি জমা দেয়ার পরও প্রায় এগারো হাজার হজ গমনেচ্ছু সৌদি আরব যাওয়ার নিশ্চয়তা না পাওয়ায় বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে আশকোনা হজ ক্যাম্পের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ শেষে মিছিল করতে গেলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। এ সময় তারা এ ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে সকাল থেকেই আশকোনা হজ ক্যাম্পের ভেতর-বাইরে দেখা গেছে ইহরামের কাপড় পরিহিত মুসল্লিদের মুখে লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মানুষের মিলনমেলা। পবিত্র কাবাঘরের পথের যাত্রীদের বিদায় জানাতে সমবেত হয়েছেন আত্মীয়স্বজনরাও।

আশকোনা হজ ক্যাম্প থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত ২ হাজার ৩৮৪ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৮ হাজার ২৮৯ জন হজযাত্রী নিয়ে ১৬১টি ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। এদিকে ফ্লাইটের তারিখ বারবার পরিবর্তন করা এবং কিছু ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন সৌদি গমনেচ্ছু কিছু হজযাত্রী।