স্টাফ রিপোর্টার: ছিনতাইকালে আটক পুলিশ সদস্য থানা থেকে পালিয়ে যাওয়ায় যশোরের বাঘারপাড়া থানার ওসিসহ ৩ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। তারা হলেন- ওসি কাইয়ুম আলী সরদার, এএসআই নাসির ও কনস্টেবল ওলিয়ার রহমান। প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার বিষয়টি নিশ্চিত হওয়ায় তাদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে গত বুধবার বিকেলে উপজেলার ধলগ্রাম রাস্তার মোড় থেকে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে আটক করা হয় পুলিশ কনস্টেবল মিজানুর রহমানকে। এরপর বৃহস্পতিবার ভোরে তিনি থানা থেকে পালিয়ে যান। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, থানা থেকে আসামি পালিয়ে যাওয়ায় বাঘারপাড়া থানার ওই তিন পুলিশ সদস্যকে লাইনে ক্লোজ করা হয়েছে। একইসাথে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।