মুজিবনগর বাগোয়ানের আলবিনু মণ্ডলের ইন্তেকাল

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার সাবেক বাগোয়ান ইউনিয়ন আ.লীগের সভাপতি আলবিনু মণ্ডল (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বল্লভপুর মিশন হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক, কিডনি ও লিভার রোগে ভুগছিলেন। আজ শুক্রবার সকাল ১১টায় ভবেরপাড়া খৃস্টান রোমান ক্যাথলিক চার্চ কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যপক ফরহাদ হোসেন দোদুল, স্থানীয় রাজনৈতিক নেতাসহ সকল শ্রেণিপেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।