বুদাপেস্টে পুলিশ-অভিবাসী সংঘর্ষ

মাথাভাঙ্গা মনিটর: অভিবাসীদেরকে ট্রেন থেকে নামিয়ে শরণার্থী শিবিরে নেয়ার চেষ্টা চালানোকে কেন্দ্র করে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পশ্চিমাঞ্চলীয় একটি শহরে পুলিশের সাথে অভিবাসীদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি ক্রমেই বিশৃঙ্খল হয়ে উঠতে থাকায় ইউরোপে অভিবাসী সঙ্কটের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে উত্তাল হাঙ্গেরি। দু দিন ধরে আটকা পড়া শ শ অভিবাসীর বিক্ষোভের মুখে বুদাপেস্টের প্রধান রেলওয়ে স্টেশনের দ্বার বৃহস্পতিবার খুলে দেয়ার কয়েকঘণ্টা পর অভিবাসীদেরকে অস্ট্রিয়াগামী একটি ট্রেনে উঠতে দেয় কর্তৃপক্ষ। কিন্তু সেই ট্রেন পরে অস্ট্রিয়া সীমান্ত অভিমুখে না গিয়ে বুদাপেস্টের ৪০ কিলোমিটার পশ্চিমের বিকস্কে শহরে গিয়ে থামে। যেখানে আছে হাঙ্গেরির বিশাল একটি শরণার্থী শিবির। শহরটিতে স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা পুলিশ অভিবাসীদেরকে ট্রেন থেকে নামিয়ে জোর করে শরণার্থী শিবিরে নেয়ার চেষ্টা চালালে তাদের সাথে পুলিশের ধস্তাধ্বস্তি শুরু হয়। পুলিশ কয়েকজনকে আটকও করে। অনেক অভিবাসীই শরণার্থী শিবিরে নাম নিবন্ধন করে সেখানে আটকা পড়ে যাওয়ার ভয়ে পুলিশের বিরুদ্ধে অবস্থান নেয়। ক্যাম্প না ক্যাম্প না বলেও স্লোগান দেয় তারা।