মাথাভাঙ্গা মনিটর: বলিউড পাড়ায় বেশ কিছুদিন যাবতই গুঞ্জন চলছিলো সাইফ আলী খানের মেয়ে সারার অভিনয়ে আসার। আর সে গুঞ্জনটি এখন সত্যিতে পরিণত হতে যাচ্ছে। সম্প্রতি তাকে নিয়ে ছবি প্রযোজনার পরিকল্পনা করেছেন করণ জোহর। আর সেই চলচ্চিত্রটিতে সারার সাথে জুটি বাধবেন শাহিদ কাপুরের সৎভাই ইশান খাত্তার। সারা রূপবতী হওয়ায় তার নায়িকা হওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। আর মেয়ে অভিনয়ে এলে আপত্তি নেই বলেও জানিয়েছিলেন সাইফ। তবে নায়িকা হিসেবে যাত্রা শুরুর প্রাক্কালে সারা সৎ মা কারিনা কাপুর খান ও মা অমৃতা সিংয়ের কাছ থেকে অভিনয়ের তালিম নেবেন বলেও সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন তিনি।