পাচারকারীর কবল থেকে আলমডাঙ্গার দু শিশুকে যশোর থেকে উদ্ধার

 

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গা জামজামির দু কন্যাশিশু নিখোঁজ হওয়ার পর ফিরে এসেছে। পাচারকারীর হাত থেকে ঘটনার কয়েক ঘণ্টার মাথায় যশোর রেলগেট এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আসমা (৫) ও বন্যা (১১) চাঞ্চাল্যকর তথ্য দিয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জামজামির করিমনচালক আরশাদ আলীর শিশুকন্যা আসমা গত বুধবার সকাল ৮টার দিকে আকস্মিক নিখোঁজ হয়। মা আশুরা খাতুন জানান, প্রতিবেশী বন্যাও একই সময় নিখোঁজ হয়। পরে যশোর এমএম কলেজের ছাত্র আলমডাঙ্গা ভোদুয়া গ্রামের তক্কেল শাহর ছেলে তামিম যশোর রেলগেট এলাকার এক বাড়িতে তাদেরকে দেখে গ্রামে খবর দেয়। জামজামি বাজারের বাইসাইকেলব্যবসায়ী বখসিপুরের জনৈক জামাত আলী পাখি ড্রেস ও শাড়ি কিনে দেবে বলে দুই শিশুকে ফুঁসলিয়ে পাচারের উদ্দেশে যশোরে নিয়ে যায়।