স্টাফ রিপোর্টার: বিদায়ী অর্থবছরের (২০১৪-১৫) ৩০ জুন পর্যন্ত পাবলিক সেক্টরে বৈদেশিক ঋণের পরিমাণ ২৫ হাজার ৯০৮ মিলিয়ন মার্কিন ডলার বা ২ লাখ ১ হাজার ৫৯০ কোটি টাকা। জনগণের মাথাপিছু এ ঋণের পরিমাণ ১৬৯ মার্কিন ডলার বা ১৩১৫৯ টাকা। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে নুরজাহান বেগমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর পক্ষে এ তথ্য তুলে ধরেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান।