দেশে প্রতি ১২ সেকেন্ডে একটি ফেসবুক অ্যাকাউন্ট

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে এই মুহূর্তে প্রতি ১২ সেকেন্ডে নতুন করে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে নবী নেওয়াজের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রশ্ন করতে গিয়ে নবী নেওয়াজ অভিযোগ করেন, ফেসবুকে তার একটি অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু অজ্ঞাত ব্যক্তিরা তার নাম ও ছবি ব্যবহার করে আরো বেশ কয়েকটি অ্যাকাউন্ট পরিচালনা করছে। এ থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি-না।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বৃহৎ এ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই নতুন করে বিভিন্ন রাজনীতিক, সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিরা যুক্ত হচ্ছেন। তাদের উচিত হবে অন্য কাউকে দিয়ে পরিচালিত না করে নিজের অ্যাকাউন্ট নিজেকেই পরিচালিত করা। এরপরেও যদি অ্যাকাউন্ট নিয়ে কোনো অভিযোগ থাকে তাকে চিহ্নিত করার জন্য সরকারের সাইবার সিকিউরিটি ফোর্স নামে একটি বিভাগ রয়েছে। তাছাড়া ০১৭৬৬৬৭৮৮৮৮ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানালে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।

জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে ব্যপক উদ্যোগ গ্রহণ করেছেন। কেননা ইন্টারনেট হলো উন্নয়নের পাসওয়ার্ড। আগামী ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী গণভবন থেকে ৪৮৭টি উপজেলায় একসাথে ইন্টারনেট সপ্তা উদ্বোধন করবেন। এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট সপ্তা।