দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজাখোরের কারাদণ্ড

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় তারিকুল (২৮) নামের এক গাঁজাখোরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সে দর্শনা আকুন্দবাড়িয়া গ্রামের মৃত ফরজ মোল্লার ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের মৃত ওয়াহেদ আলী ওরফে ফরজ মোল্লার ছেলে চিহ্নিত মাদকসেবনকারী তারিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় গাঁজা সেবন করছিলো। গোপন সংবাদ পেয়ে দর্শনা তদন্তকেন্দ্রের এএসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম, নাজির জহির উদ্দিন মোহাম্মদ বাবুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন।