দামুড়হুদায় বিষমুক্ত ফসল উৎপাদনে কৃষকদের সাথে মতবিনিময়

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় কৃষি বিভাগের আয়োজনে কৃষকদের সাথে বালাই ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার জয়রামপুরে শেখপাড়ায় সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতিতে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়[হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল আজম, সাইফুল ইসলাম প্রমুখ। কৃষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আইপিএম প্রশিক্ষণার্থী খলিলুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী পল্টু।