দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বিস্কুট ফ্যাক্টরির মালিক রেজগি নিয়ে বিপাকে

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: রেজগি পয়সা তথা খুচরা টাকা এখন ব্যবসায়ীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। রেজগি পয়সা ও ২ টাকার নোট নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের গাউছিয়া ফুড বিস্কুট ফ্যাক্টরির মালিকের ক্যাশবাক্সে জমা পড়ে আছে ২ লাখ রেজগি। ১, ২, ৫ টাকার কয়েনগুলো কোনোভাবেই চালাতে পারছেন না বিস্কুট ফ্যাক্টরির মালিক।

হাফিজুর রহমান বাবু জানান, ক্রেতাদের কাছ থেকে নেয়া ২ লাখ রেজগি পয়সা শতকরা ৩০ টাকা কমিশন দিয়েও কেউ নিতে চাচ্ছে না। ব্যাংকগুলোতে গেলেও তারা অনিহা প্রকাশ করে। কার্পাসডাঙ্গা জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক মো. ফুয়াদ হাসান খান জানান, রেজগি পয়সা রাখার কোনো ব্যবস্থা নেই তবে কর্তৃপক্ষ নির্দেশ দিলে অবশ্যই জমা নেয়া হবে। রেজগি পয়সা চালানোর ব্যাপারে ব্যাংকগুলো এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা।