কুষ্টিয়ায় সড়ক অবরোধ : পুলিশের লাঠিচার্জ : আটক ৫

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-মেহেরপুর সড়কে সিএনজি চলাচলের দাবিতে সড়ক অবরোধ করে জেলা সিএনজি মালিক ও শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক সিএনজি নিয়ে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বারখাদা-ত্রিমোহনী এলাকায় অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে সিএনজির আন্দোলনরত মালিক ও শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নিতে অনুরোধ করে। অনুরোধ না শোনায় পুলিশ এ সময় লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন চালক আহত হয়। তানভীর, স্বপন, সুমন, শাহজালাল ও রফিকুল নামের ৫ চালককে আটক করে থানায় নেয় পুলিশ। অবরোধের ফলে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।