কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে শিক্ষক মুক্তি হত্যার বিচারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোবিন্দগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা খন্দকার মুক্তির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক-শিক্ষিকাবৃন্দের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে নিহত শিক্ষকের ৮ বছর বয়সী একমাত্র ছেলে মিথিক তার মায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময়ে নিহত শিক্ষকের পিতা উপজেলা এলজিইডির কর্মচারী খন্দকার আব্দুল হাই ও মাতা মশান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার হামিদা খাতুন অভিযোগ করে বলেন, গত ২২ আগস্ট রাতে সদর উপজেলার চৌড়হাস স্টেডিয়ামপাড়ায় শ্বশুরালয়ে তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের মূলহোতা মুক্তির স্বামী মিলন মাযহার ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষক শিক্ষার মেরুদণ্ড। অথচ একজন নেশাগ্রস্ত স্বামীর নির্মম নির্যাতনে জাতি গঠনের কারিগরকে অকালে প্রাণ হারাতে হলো। এটা জাতির জন্য লজ্জা ও চরম হতাশাজনক। তিনিও এ ঘৃণিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ সময়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সহসভাপতি হাবিবুর রহমান, আব্দুল মান্নান, নজিবুল হক, সিরাজুল ইসলাম, শিরিন সুলতানা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, কাটদহ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন, আমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানাউল্লাহ, কুরিপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা খাতুন, ছাতিয়ান দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম সেলিম, খয়েরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার বেগ, বুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, পারমিটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাউদ হোসেন, কাটদহচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, পুরাতন আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, হরগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার, বহলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু আরা বেগম, বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুটিশ্বর পাল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শিক্ষকবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করেন।