কুষ্টিয়ায় ইয়বাসহ শিক্ষক গ্রেফতার : শিক্ষককে বহিষ্কার করে স্কুল প্রশাসনের সংবাদ সম্মেলন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকলেছুর রহমানকে ২৮৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ এক জরুরি বৈঠকে গৃহীত সিদ্ধান্তে ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে। এ বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমে তুলে ধরেছেন। উপস্থিত ছিলেন বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মহিউদ্দিন বিশ্বাস, সদস্য নজরুল ইসলাম খান, শিক্ষক প্রতিনিধি শামীমা ইয়াসমিন, জসিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিন্টুসহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

বৈঠকে গৃহীত সিদ্ধান্ত লিখিত আকারে তুলে ধরেন সভাপতি মহিউদ্দিন বিশ্বাসের পক্ষে বিদ্যোৎসাহী সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরেই ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ পাচ্ছিলাম। কিন্তু প্রমাণ না থাকায় বিদ্যালয় প্রশাসন এতোদিন কোনো ব্যবস্থা নিতে পারেনি। যেহেতু ওই শিক্ষক ইয়াবাসহ ৱ্যাবের হাতে আটক হয়েছেন, সে কারণে বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বহিষ্কার করা হলো। পরবর্তীতে শিক্ষক মকলেচুর রহমানকে স্থায়ী বহিষ্কারের জন্যও সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের নিটক সুপারিশ প্রেরণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৱ্যাব-১২, সিপিসি-১’র একটি দল কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় অভিযান চালিয়ে মোকলেছুর রহমানকে (৪২) ২৮৭ পিস ইয়াবাসহ আটক করে। এ সময় তার সহযোগী শামীম আহমেদকেও আটক করার পাশাপাশি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত তাদের মোটরসাইকেলও জব্দ করে ৱ্যাব। কুষ্টিয়া ৱ্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরেই ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। শিক্ষকতার আড়ালে দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ইয়াবা নিয়ে তিনি শহরে এসে তা বিক্রি করতেন। শিক্ষক মকলেছুর রহমান দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।