কুড়–লগাছি প্রতিনিধি: ভারতীয় চ্যানেল স্টার জলসার সিরিয়ালের জন্য পারিবারিক ঝগড়া, আত্মহত্যা, স্বামী-স্ত্রীর ছাড়াছাড়ি, সাংসারিক অশান্তি বাড়লেও থামছে না এর আগ্রাসন। এবার কোমলমতি শিক্ষার্থীদের বিপথগামী করতে লেখার খাতার কভারে স্টার জলসা, পাখি, কিরণমালা কিংবা জলনূপুর ইত্যাদি নাম ব্যবহার করা হচ্ছে। কার্পাসডাঙ্গা-কুড়ুলগাছি বাজারে বিভিন্ন দোকানে এসব সিরিয়ালের নাম ব্যবহার করা খাতা বিক্রি হচ্ছে।