মাথাভাঙ্গা মনিটর: প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতাটা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য মোটেই সুখের হয়নি। বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বে এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়নদের কাছে ৫-০ গোলে হেরেছে মামুনুল ইসলামরা। পার্থের নিব স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার প্রথমার্ধে অস্ট্রেলিয়ার আক্রমণের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি বাংলাদেশের রক্ষণভাগ।
এদিকে বিশ্বকাপের বাছাই পর্বে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ফিফা ৱ্যাঙ্কিঙে তিন ধাপ পিছিয়ে ১৭৩তম স্থানে আছে বাংলাদেশ। পার্থের নিব স্টেডিয়ামে বৃহস্পতিবার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে হারে বাংলাদেশ। এ ম্যাচটি বাংলাদেশ শুরু করেছিল ৱ্যাঙ্কিঙে ১৭০তম স্থানে থেকে।