মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত : সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের কাঁচাবাজারের খুচরা সবজিব্যবসায়ী মহিদ হোসেনের তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বাজারের ব্যবসায়ীরা। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত চলাকালে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে তার ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস।
জানা গেছে, মহিদকে আটক করে দণ্ডাদেশের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণের খবর পেয়ে সবজিব্যবসায়ীরা তাৎক্ষনিক দোকানপাট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা কাঁচাবাজার সংলগ্ন শহরের প্রধান সড়কের ওপরে অবস্থান নেন। তারা ২টি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ জানান, সরকারি মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত মহিদের ১ হাজার টাকা জরিমানা করেন। ক্ষুদ্র ব্যবসায়ী মহিদের পক্ষে জরিমানা পরিশোধের সামর্থ না থাকায় ব্যবসায়ীরা দণ্ড মওকুফের দাবি জানান। এ সময় ব্যবসায়ীদের সাথে ম্যাজিস্ট্রেটের তর্ক-বিতর্ক হয়। ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয়ে ফিরে গিয়ে অতিরিক্ত ৱ্যাব-পুলিশের একটি দল সাথে নিয়ে কাঁচাবাজারে এসে মহিদকে আটক করেন এবং জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে তাকে ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে প্রেরণ করেন। এ ঘটনার প্রতিবাদ ও মহিদের মুক্তি দাবিতে অর্নিদিষ্টকালের ধর্মঘট আহবান করেন ব্যবসায়ীরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস জানান, জরিমানার অর্থ পরিশোধ না করে মহিদসহ কয়েকজন ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেয়। সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে দণ্ডবিধির ১৮৬ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসনের সাথে জরুরি বৈঠকে বসেন তহবাজার ও বড়বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। বৈঠকে আলোচনা শেষে আইনগতভাবে আপিলের পরামর্শ দেয় প্রশাসন। একই সাথে ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করার দাবি জানালে ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন।