মেহেরপুর থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত

বাস-মিনিবাস, ট্রাক-ট্যাংকলরি মালিক-শ্রমিক যৌথ বৈঠক : কাটেনি সঙ্কট

 

মেহেরপুর অফিস: আজ বৃহস্পতিবার সকাল থেকে মেহেরপুরের বাস-মিনিবাস, ট্রাক ও ট্যাংকলরিসহ সব ধরনের যানবাহন চলাচল অনির্দিষ্টকাল বন্ধ থাকবে। গতকাল বুধবার রাতে মেহেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপ, জেলা মটর শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

মেহেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল জানান, ইজিবাইক মালিক-শ্রমিক দ্বারা বাসমালিক সদস্যদের লাঞ্ছিত ও বাস ভাঙচুরের বিচারসহ তাদের দাবিসমূহ পূরণ না হওয়া পর্যন্ত তারা বাস-মিনিবাস, দূরপাল্লার পরিবহন, ট্রাক ও ট্যাংকলরি এবং মাইক্রোবাসসহ সব ধরনের যান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গতরাতে অনুষ্ঠিত যৌথসভায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, কার্যকরী সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী প্রমুখ।

উল্লেখ্য, মেহেরপুরের ৪টি মহাসড়কের ২টিতে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল নিয়ে জেলা ইজিবাইক মালিক-চালক ও জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে সম্প্রতি উভয় পক্ষ থেকে ভাঙচুর, লাঞ্ছিত হওয়ার ঘটনাসহ মামলা-হামলা চলে আসছিলো। গত মঙ্গলবার সর্বশেষ অপ্রীতিকর ঘটনা ঘটার পর ওই দিন বেলা ১২টার পর থেকে মেহেরপুরের সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং বুধবার রাতে মালিক-শ্রমিকদের সিদ্ধান্তে আজ বৃহস্পতিবার থেকে বাস-ট্রাক, মাইক্রোবাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।