ফরিদপুরে দু বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

 

স্টাফ রিপোর্টার: ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের জামতলা বাজার নামক এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে ৬০ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর পাঁচ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। এর হলেন- মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের হাবিব শেখ (৪০), নগরকান্দা উপজেলার সীমা (২৫), ফরিদপুরের করুণা দত্ত (৩৫) ও ফরিদপুরের ভাঙা উপজেলার বিলকিস বেগম (৩২)। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। হাসপাতাল সূত্র জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় আছে আরো অন্তত ১০ জন। অনেকের মাথায় গুরুতর আঘাত রয়েছে।