দর্শনা কেরুজ চিনিকলের আওতায় আখরোপণ শুরু

 

দর্শনা অফিস: গত মঙ্গল ও বুধবার থেকে ২০১৫-১৬ মরসুমে আনুষ্ঠানিকভাবে আখরোপণ উদ্বোধন করা হয়েছে। এসটিপি আখের বীজতলা ও নালা থেকে নালায় আখরোপণ কার্যক্রম শুরু করা হয়। কেরুজ আকন্দবাড়িয়ায় পরীক্ষামূলক খামারসহ বাণিজ্যিক খামারের বেশ কয়েকটি জমিতে আখরোপণ হয়েছে গতকাল বুধবার। উপস্থিত ছিলেন- মিলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন, খাদ্যশিল্প করপোরেশনের উপমহাব্যবস্থাপক মিলস (ফার্ম) বজলুর রহমান, মহাব্যবস্থাপক (কৃষি) মোস্তফা কামাল, মহাব্যবস্থাপক (প্রশাসন) মনোয়ার হোসেন, মহাব্যবস্থাপক (অর্থ) মোশাররফ হোসেন, মহাব্যবস্থাপক (ফার্ম) ইমতিয়াজ হোসেন, ডিজিএম (সম্প্রসারণ) সুরঞ্জন বাড়ই, ডিজিএম (বীজ ও এগ্রো) খায়বর হোসেন সরকার, সিপিও আব্দুর রাজ্জাক, ডিএম ইউনুচ আলী, আকন্দবাড়িয়া ফার্ম ইনচার্জ বাবলুর রশিদ, খোরশেদ ফার্ম ইনচার্জ ইলিয়াস হোসেন, হিজলগাড়ি ফার্ম ইনচার্জ রকিব হোসেন, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ চাষি প্রতিনিধিরা।