দর্শনায় কমিউনিটি পুলিশিং সমাবেশ ও মাদক প্রতিরোধসভায় পুলিশ সুপার

মাদককারবারী যত শক্তিশালী হোক না কেন তাদের গ্রেফতার করা হবে

 

দর্শনা অফিস: মাদক ধ্বংস করে দেশ, জাতি, সমাজ, পরিবার তথা ব্যক্তিকে। বৃদ্ধি পায় সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ড। ধ্বংসের পথে ধাবিত হয় যুবসমাজ। মাদকের থাবা নিঃশেষ করে দেয় মনুষ্যত্বকে। দেশের ভাবমূর্তি ও সমাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে। গতকাল বুধবার বিকেলে দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে মাদক প্রতিরোধসভা ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি পুলিশ সুপার রশীদুল হাসান বলেন, আমি মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার। যারা মাদকের বিকিকিনি করে কলুষিত করছে দেশ, জাতি ও সমাজকে। মাদককারবারীরা দেশের আবর্জনা। এ আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব সকলের। তাই পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মাদককারবারীদের চিহ্নিত করুন। মাদককারবারীরা যতোই শক্তিশালী কিংবা যে দলেরই হোক না কেন খুঁজে বের করে তাদের গ্রেফতার করা হবে। যেকোনো মূল্যে দর্শনাকে মাদকমুক্ত করতে হবে। তাই যারা যে অবস্থায় আছেন, সেখান থেকে আমাদের সহযোগিতা করবেন। পুলিশের কোনো সদস্য মাদককারবারীচক্রের সাথে সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মনে রাখবেন মাদককারবারীরা যতোই শক্তিশালী হোক না কেন আপনাদের সহযোগিতা পেলে ওদের দমন করা খুবই সহজ হবে। তাই আসুন সমাজ, জাতি তথা দেশের স্বার্থে এদের চিহ্নিত করে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে শাস্তি নিশ্চিত করি। মাদকের মারণ ছোবল থেকে রক্ষা করি যুবসমাজকে। দামুড়হুদা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন- দর্শনা পুলিশিং কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান। আলোচনা করেন- দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দর্শনা পৌর পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, সাহিত্যিক আবু সুফিয়ান, দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল। দর্শনা আইসি ইনচার্জ এসআই ফেরদৌস ওয়াহিদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন- শফিকুল আলম, মোমিনুল ইসলাম, নজরুল ইসলাম, রেজাউল ইসলাম, আ. রফিক কাবি, মাহবুবুল ইসলাম খোকন, মহিউদ্দিন, নজরুল ইসলাম নজু, সরোয়ার হোসেন, হাবিবুর রহমান বুলেট, আব্দুল কুদ্দুস, আব্দুল হান্নান, মোজাম্মেল হোসেন, ফারুক হোসেন, হারুন অর রশিদ, এনামুল কবির, জাহেরুল ইসলাম, ফারুক হোসেন, আজাদুল ইসলাম, আজিজুর রহমান বাবু, মামুন শাহ, হবা জোয়ার্দ্দার, ওহিদুল ইসলাম, ফয়সাল, রফিকুল ইসলাম ববি, আলামিন প্রমুখ।