স্টাফ রিপোর্টার: দর্শনার মুক্তি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের দু নারী চিকিৎসকের বিরুদ্ধে গর্ভের সন্তান হত্যাসহ প্রসূতির জীবন বিপন্ন করার অভিযোগে গতকাল বুধবার দামুড়হুদা আমলি আদালতে মামলা দায়ের করা হয়েছে। দর্শনা কেরুজ হাসপাতালপাড়ার প্রসূতির স্বামী রাজিব পারভেজ খান হিরন এ মামলা দায়ের করেন।
দামুড়হুদা আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম অভিযোগটি আমলে নিয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন আদালতে দাখিলের আদেশ দিয়েছেন। অভিযুক্ত দু নারী চিকিৎসক হলেন, দর্শনা পুরাতন বাজার মুক্তি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের চিকিৎসক দর্শনা ইসলাম বাজারের মতির স্ত্রী ডা. সেলিমা আখতার সিমু ও দর্শনা ইসলাম বাজারের ডা. রফিকুল ইসলামের স্ত্রী ডা. পারভীন ইয়াসমিন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২২ মে দর্শনা পুরাতন বাজার মুক্তি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ডা. সিমু ও ডা. পারভীন কর্তব্যরত ছিলেন। ওই সময় রাজিব পারভেজ খান হিরনের স্ত্রী সন্তানসম্ভবা সালমা আখতার মুক্তি ক্লিনিকে ভর্তিরত ছিলেন। ওই দিন সালমা আখতারের দেহে ২১টি ইনজেকশন পুশ, ১০টি প্রেসারের ট্যাবলেট ও ১টি মস্তিষ্ক বিষয়ক ট্যাবলেট খাওয়ানো হয়। এর ফলে প্রসূতির অবস্থা সংকটাপন্ন হলে চুয়াডাঙ্গার উপশম ক্লিনিকে নেয়া হয়। উপশমের চিকিৎসকরা প্রসূতির সিজার করে মৃত বাচ্চা বের করেন এবং সালমা আখতারকে প্রাণে বাঁচান। পরবর্তীতে সালমা আখতারকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। সালমা আখতার এখনও অসুস্থ রয়েছেন।