জীবননগরে চাকরির দেয়ার নামে তিন যুবকের টাকা আত্মসাৎ!

 

জীবননগর ব্যুরো: ঢাকার গাজীপুরের একটি ইলেক্ট্রনিক্স বিক্রয় প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি দেয়ার নাম করে তিন যুবকের নিকট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে সিংনগর গ্রামের একটি চক্র। গাজীপুরে অবস্থান করা ওই চক্রটি ৩ যুবককে পরে চাকরিতে যোগদানের কথা বলে ডেকে নিয়ে শাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। পরে তাদেরকে তাড়িয়ে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আকরাম হোসেন, আব্দুল গফুরের ছেলে মেরাজ হোসেন ও মোংলার ছেলে সবুজ হোসেন অভিযোগ করে বলেন, গাজীপুরে অবস্থিত এলবি ইলেক্ট্রনিক্স মার্কেটিং লাইফওয়ে কোম্পানিতে চাকরি দেয়ার নাম করে তাদের নিকট হতে জনপ্রতি ৪০ হাজার ৫শ করে টাকা হাতিয়ে নেয় সিংনগর নতুন মসজিদপাড়ার আরজেদ আলীর ছেলে ডালিম, মমিনুল হকের ছেলে ইমরান ও বুদোর ছেলে সুফিয়ান। চাকরিতে যোগদানের কথা বলে গত জুলাই মাসে তাদেরকে গাজীপুরে ডেকে নেয় চক্রটি। এরপর বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদেরকে চাকরি না দিয়ে কালক্ষেপণ শুরু করে। গত আগস্ট মাসে তাদেরকে চাকরি না নিয়ে জোরপূর্বক শাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে তাড়িয়ে দেয়া হয়।