চুয়াডাঙ্গা শহরের টিঅ্যান্ডটি মোড়ে ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের টিঅ্যান্ডটি মোড়ের যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিরাজুল ইসলাম স্মৃতি ক্যারামবোর্ড খেলা প্রতিযোগিতার ফাইনালে বিজয়ীদের মাঝে গত মঙ্গলবার রাতে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় বুদো-মনি জুটি এবং রানা্আপ হয় রিপন-হান্নান জুটির মাঝে ট্রফি তুলেদেন অতিথিরা । এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা গ্লোব ফার্মাসিটিক্যালসের ম্যানেজার পল্টু রহমান, অনন্যা বেকারীর মালিক এবং মরহুম মিরাজুল ইসলাম এর বড় ভাই হাজি সাইদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান জয়, দেশ টিভির জেলা প্রতিনিধি খাইরুজ্জামান সেতু, সাংবাদিক হুসাইন মালিক, আমানউল্লাহ আমান। উক্ত খেলায় ম্যাচ রেফারী ছিলো, টিএনটি মোড়ের মোটরসাইকেল গ্যারেজ মালিক সুমন এবং লাইসম্যানের দায়িত্ব পালন করে, রোমেল, জাহিদ, ডিপজল মামা, বিপুল, মইদুল, আল-আমিন, লিয়াকত, ফারুক, জিতু। খেলাটি সার্বিক পরিচালনা করেন, টিএনটি মোড়ের যোগাযোগ ষ্টোরের মালিক রুস্তম আলি বুদো।