ইসলাম রকিব: চুয়াডাঙ্গা ক্রীড়াঙ্গনে যোগ হতে যাচ্ছে নতুন মাত্রা। চুয়াডাঙ্গা জেলা পুলিশ তথা পুলিশ সুপারের উদ্যোগে অচিরেই শুরু হবে জমজমাট কাবাডি লিগ। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কার্যনিবাহী কমিটির সভায় জেলা পুলিশের অভিভাবক চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি রশীদুল হাসান বাংলার ঐতিহ্যবাহী এ কাবাডি খেলা পরিচালনার উদ্যোগের কথা আনুষ্ঠানিকভাবে জানান। তিনি মাথাভাঙ্গাকে বলেন, জেলা পুলিশের উদ্যোগে ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কাবাডি লিগ অচিরেই শুরু করা হবে। কয়েকদিনের মধ্যেই লিগের ফিকশ্চার করা হবে। লিগে ৮টি কাবাডি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো চুয়াডাঙ্গা জেলার চার থানার ৪ অফিসার ইনচার্জের (ওসি) ৪টি দল, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের ১টি, বিজিবি’র ১টি, পুলিশ সুপারের ১টি ও চুয়াডাঙ্গা পৌর মেয়রের ১টি দল এ কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কাবাডি খেলার আন্তর্জাতিক নিয়ম-কানুনের পাশাপাশি স্থানীয় বাইলজ অনুযায়ী একটি দলে সর্বোচ্চ ৩ জন জেলার বাইরের খেলোয়াড় খেলতে পারবে।
এদিকে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সভায় নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুসকে কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। চুয়াডাঙ্গায় যোগদানের পর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে জেলা প্রশাসক সায়মা ইউনুসের এটি ছিলো আনুষ্ঠানিক প্রথম সভা। সভায় কাবাডি লিগ ছাড়াও বিভিন্ন খেলাধুলা আয়োজনের বিষয়ে নীতিগত সিন্ধান্ত গৃহীত হয় বলে জানান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু। তিনি আরো বলেন, ফুটবল লিগ, সাঁতার, হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট, হকিসহ বিভিন্ন প্রতিযোগিতা ও প্রশিক্ষণ পর্যায়ক্রমে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হবে।