মাথাভাঙ্গা মনিটর: কঙ্গনা রানাউতের সাথে ঘনিষ্ঠতা নিয়ে বলিউডে জল ঘোলা হওয়ার পর নিজেই মুখ খুললেন হৃতিক রওশন। স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমি এখনও একা, সিঙ্গল! গত মঙ্গলবার নব্বই-এর দশকের ছবি আশিকির জনপ্রিয় গান ধীরে ধীরের হানি সিঙের রিমেক ভার্সনের প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন কহো না পেয়ার হ্যায়ের নায়ক। সেখানেই কঙ্গনাকে নিয়ে ধেয়ে আসে প্রশ্ন। তাকে জড়িয়ে কঙ্গনাকে নিয়ে বাজারে যে গুঞ্জন ছড়িয়েছে, তা কেমনভাবে নিচ্ছেন, জানতে চাওয়া হলে হৃতিক বলেন, হে ঈশ্বর, এ নিয়ে কী বলবো আমি? কাকে গানটা উৎসর্গ করতে চান, এরপর জানতে চাওয়া হলে তার জবাব, এখনও পর্যন্ত আমার জীবনে এমন কেউ নেই যাকে এ গান উৎসর্গ করতে পারি।