আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে ইনোভা পাউয়ার টেকনোলজি লিমিটেডের ইনোভা সৌরবিদ্যুৎ, ইনোভা এনার্জি বাল্ব অ্যান্ড সার্ভিসিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় প্রধান অতিথি থেকে সার্ভিসিং সেন্টার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। ইনোভা পাউয়ার টেকনোলজি লিমিটেডের ডাইরেক্টর ফারজানা সূচির সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ইনোভা পাউয়ার টেকনোলজি লিমিটেডের উপদেষ্টা প্রফেসর আশফাকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলার ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, ডাউকি ইউপি চেয়ারম্যান মাও. ইউসুফ আলী, আলমডাঙ্গা পৌর কাউন্সিলর আলী আজগর সাচ্চু, বণিক সমিতির সম্পাদক আমিনুল ইসলাম গেটু বিশ্বাস। ডা. আকবার আলী আকুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম, দেশ সেবা সংস্থার আলমডাঙ্গার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, বেলগাছী ইউপি সদস্য এসএম গোলাম সরোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী অদো, নাহিদ, বুলবুল, মনিরুল, ইনোভা পাওয়ার টেকনোলজি লিমিটেডের আলমডাঙ্গা শাখার চেয়ারম্যান আফিল আল আহাদ, পরিচালক মাহাবুব হোসেন বাবু, প্রোজেক্ট ম্যানেজার এইচ মানিক, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার স্বাধীন কুমার, ইনচার্জ সোস আব্দুল আলীম, মাসুম বিল্লালসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।