আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন যুবলীগের আলোচনাসভা

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন যুবলীগের আয়োজনে আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নাসির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেহালা ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন মণ্ডল, জেহালা ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈন আহম্মেদ, যুবলীগ নেতা আহসান হাবিব বাবু, সাহিদুল হক, আক্তারুজ্জামান সুমন, ইউনিয়ন যুবলীগের সহসেক্রেটারি আল-আমিন, যুবলীগের সহসভাপতি রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক রতনুজ্জামান, যুবলীগ নেতা অশোক, অখিল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি যুবলীগের সকল স্তরের নেতাকর্মীদের একাত্ত হয়ে আ.লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এছাড়া যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন।