স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের অতিরিক্তি মহানগর পিপি অশোক দাশ, আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশ গুপ্ত ও বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে অশোক দাশের মোবাইল ফোনে পাঠানো এক বার্তায় এ হুমকি দেয়া হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) কুসুম জোয়ান জানিয়েছেন, মোবাইলফোন বার্তায় বলা হয়, আপনি (অশোক দাশ) ও আপনার পরিবার আমাদের প্রথম টার্গেট। এরপর পরের টার্গেট অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ও ড. অনুপম সেন। আপানারা সবাই ভারতের দালাল। কোতয়ালী থানার ওসি মোহম্মদ জসিমউদ্দিন জানান, এই ঘটনায় বিকেল সাড়ে তিনটার দিকে অশোক দাশ থানায় জিডি করেছেন। যে নম্বর থেকে বার্তা পাঠানো হয়েছে তা শনাক্ত করার চেষ্টা চলছে।