জমির দলিল জালিয়াতির ঘটনা ফাঁস করায় জমি ক্রেতা বিধবা মহিলাকে প্রাণনাশের হুমকি : হুমকিদাতাকে গণধোলাই

 

স্টাফ রিপোর্টার: জমির দলিল জালিয়াতির ঘটনা লোকজানাজানি করায় জমিক্রেতা বিধবা শরিফা বেগমের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়ায় হুমকিতাদা দলিল লেখক লিটনের ভাই মিঠুকে ধরে গণধোলাই দিয়েছে উত্তেজিত গ্রামবাসী। গতকাল বুধবার সন্ধ্যায় মিঠু ওই বিধবার বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসার পর রাত সাড়ে ৮টার দিকে রঘুনাথপুর গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে তাকে গণধোলাই দেয়।

জানা গেছে, দামুড়হুদার রঘুনাথপুরের দলিল লেখক লিটন ৬ মাস আগে একই গ্রামের দরিদ্র বিধবা শরিফা বেগমের কাছে ৩ কাঠা জমি বিক্রি করে। লিটন দেড় লাখ টাকার ওই দলিল বাবদ জমিক্রেতা বিধবা শরিফা বেগমের কাছ থেকে রেজিস্ট্রি বাবদ ২২ হাজার নেয়। পরবর্তীতে জমি রেজিস্ট্রি করার সময় ৫০ হাজার টাকা মূল্যের একটি দলিল তৈরি করে এবং ৭ হাজার টাকা খরচ করে তা রেজিস্ট্রি করে। একইভাবে মাসখানেক আগে ওই গ্রামের শুকুর আলীর ছেলে নাজমুল ও তার স্ত্রী সেলিনা খাতুনের নিকট ৩ কাঠা জমি বিক্রি করে এবং একই কায়দায় ওই দলিলটিও ৫০ হাজার টাকার দলিল করে মাত্র ৭ হাজার টাকা খরচ করে রেজিস্ট্রি করে। বিষয়টি জানাজানি হয়ে গেলে লিটন গত ১৭ আগস্ট ওই দরিদ্র বিধবা শরিফা বেগমের বাড়িতে যায় এবং জোর করে ওই জমির দলিল নিয়ে ছিঁড়ে ফেলে। এ ঘটনায় দরিদ্র বিধবা শরিফা বেগম দামুড়হুদা থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনার জের ধরে গতকাল বুধবার সন্ধ্যায় মিঠু বিধবা শরিফা বেগমের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসার পর রাত সাড়ে ৮টার দিকে গ্রামবাসী তাকে গণধোলাই দেয় বলে মাথাভাঙ্গাকে মোবাইলফোনে জানান, হাউলী ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রঘুনাথপুরের শহিদ লতিফ মিল্টন।