স্টাফ রিপোর্টার: শ্যালোইঞ্জিনচালিত অভৈধ যান চালকদের দু হাজার টাকা করে জরিমানা করে প্রধান প্রধান সড়কে আর তা চালাবে না মর্মে অঙ্গীকার করিয়ে ছেড়ে দেয়া হচ্ছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর থানা প্রাঙ্গণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২৫ জনকে ২ হাজার টাকা করে জরিমানা করে তাদের শ্যালোইঞ্জিনচালিত যান ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচার ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি তরিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার সেকেন্ড অফিসার এসঅই আব্দুল্লাহ আল মামুন। আদালতসূত্র বলেছে, ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের রেজিস্ট্রেশন, রুট পারমিট ও সার্টিফিকেট না থাকার অপরাধে এ অর্থদণ্ডাদেশ দেয়া হয়।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার প্রধান প্রধান সড়কে শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যানসহ বিভিন্ন যান বন্ধের দাবি জানিয়ে আন্দোলনের ঘোষণা দেয় বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। পুলিশ প্রশাসনের সাথে বৈঠক হয়। অবৈধ যান সড়ক থেকে উচ্ছেদে পুলিশি অভিযান শুরু হয়। আটক করা হয় বেশ কিছু অবৈধ যান।