যশোর-ঝিনাইদহ সড়কে দুর্ঘটনায় যান চলাচল বন্ধের পাঁচ ঘণ্টার মাথায় স্বাভাবিক

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক উল্টে যাওয়ায় যশোর-ঝিনাইদহ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গতকাল ভোর ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া নামক স্থানে মালামাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় যশোর-ঝিনাইদহ মহাসড়কে শ শ যানবাহন আটকা পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি উদ্ধার করার পর সকাল ১০টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।