মাথাভাঙ্গা মনিটর: কেন্দ্রীয় সরকারের শ্রমিকবিরোধী নীতির প্রতিবাদে আগামীকাল বুধবার ভারতে ১১টি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট ডেকেছে। এ ধর্মঘটকে সমর্থন জানিয়েছে ভারতের ১৭টি বাম রাজনৈতিক দল ও সংগঠন। গতকাল মঙ্গলবার বিকেলে কোলকাতায় এ ধর্মঘটের সমর্থনে মিছিল করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও ১৭টি বাম দলের নেতা কর্মীরা। শ্রমিকদের ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে আহ্বান করা হয়েছে এই ধর্মঘট। ধর্মঘটকারীদের দাবির মধ্যে রয়েছে শ্রমআইন সংশোধন, শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন ১৫ হাজার রুপি ধার্য করা, জমি বিল প্রত্যাহারসহ আরও ৯ দফা দাবি। আজ কোলকাতায় মিছিল শেষে কোলকাতার সিআইটি রোডে এক পথসভায় ভাষণ দেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রসহ বাম দলের নেতৃবৃন্দ। সভায় নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধর্মঘট রুখে দেয়ার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিলে আগুনে হাত দেয়ার শামিল হবে; ধর্মঘট হবেই। এদিকে রাজ্য সরকারের পক্ষে রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র এক নির্দেশনামায় জানিয়ে দিয়েছেন, এ ধর্মঘটে কোনো সরকারি কর্মচারী অনুপস্থিত থাকলে তাদের একদিনের বেতন কেটে নেয়া হবে। তাই সরকারি কর্মচারীদের রাতেই অফিসে থাকার পরামর্শ দেয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।