বালিকা ফুটবলে ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন

চুয়াডাঙ্গায় ৪৪তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

 

ইসলাম রকিব: চুয়াডাঙ্গায় ৪৪তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ৩ দিনব্যাপি অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার গতকাল ছিলো সমাপনী দিন। সমাপনী দিনে বালিকা ফুটবলে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধিত্বকারী ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১-০ গোলে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া বালক হ্যান্ডবলে নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, বালিকা হ্যান্ডবলে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বালিকা কবাডিতে আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বালক কাবাডিতে দামুড়হুদা পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এদিকে জীবননগর হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষার শিক্ষক বিবৃতি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে (আজ বুধবার সকাল ১০টা) আমার দলের সকল খেলোয়াড়ের প্রয়োজনীয় কাগজ দেখাতে পারছি না। বিধায় সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় বালক ফুটবল দলকে জেলা চ্যাম্পিয়ন করা হলে আমার কোনো আপত্তি থাকবে না।

গতকাল শেষ বিকেলে প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে সমাপনী দিনের খেলার পুরস্কার বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বেগম সায়মা ইউনুস। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, লেখাপড়ার একঘেয়েমিতা ও গণ্ডিবদ্ধ পড়ালেখার ছক পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শিক্ষার্থীদের বছরে দু বার শরীরচর্চা ও খেলাধুলার যে আয়োজন করা হয়। তা তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে সহায়তা করে। যা শিক্ষার্থীদেরকে পড়ালেখায় আরো বেগবান করে তোলে এবং মাদক থেকে দূরে রাখে। সার্বিকভাবে এ প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখে। জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি শিক্ষা) আব্দুর রাজ্জাক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ. মতিন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হক উজ্জ্বল ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু।

আনুষ্ঠানিক বক্তব্য শেষে জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিগণ পুরস্কার তুলে দেন। বালিকা বিভাগে ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দেরকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, ওবাইদুল হক জোয়ার্দ্দার, নাসির আহাদ জোয়ার্দ্দার, শহিদুল কদর জোয়ার্দ্দার, মেহেরুল্লাহ মিলু, ক্রীড়াবিদ ওয়ালীউল্লাহ সিদ্দিক, জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির সভাপতি রউফুন নাহার রিনা, সদর উপজেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক লোটন, সাধারণ সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দীন, দামুড়হুদা উপজেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির সহ-সভাপতি মহসিন, ইসাহক অলী, সাধারণ সম্পাদক কামাল মুনসুর আলী,সহ-সম্পাদক শরিফুজ্জামান লাকী প্রমুখ। খেলাগুলো পরিচালনা করেন ইকতিয়ার আহম্মেদ, হাফিজুর রহমান, মাসুদুর রহমান ও রবিউল ইসলাম রবি।