বাংলাদেশকে গ্যাস পাইপলাইনে যুক্ত করার প্রস্তাব ইরানের

মাথাভাঙ্গা মনিটর: ইরান থেকে পাকিস্তান ও ভারত হয়ে গ্যাস পাইপলাইন নেটওয়ার্কে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ডিকাব টক-এ তিনি এ প্রস্তাব দেন। ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা থাকার কারণে বাংলাদেশের সাথে বড় ধরনের সহযোগিতায় অসুবিধা ছিলো। কিন্তু এখন ছয় জাতির সাথে ইরানের পরমাণু চুক্তির পর এ অবরোধ শিগগিরই উঠে যাবে। তিনি বলেন, এরপর বাংলাদেশের সাথে জ্বালানি খাতসহ বাণিজ্য ক্ষেত্রে ব্যাপক বিস্তৃত সহযোগিতা সম্ভব হবে। এসব বিষয়ে আলোচনার লক্ষ্যে আমরা বাংলাদেশের জ্বালানি মন্ত্রীকে ইরান সফরে আমন্ত্রণ জানিয়েছি। প্রসঙ্গত, গত জুলাইয়ে ইরান এবং ছয় বিশ্ব শক্তি- যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স এবং জার্মানি পরমাণু বিষয়ে এক চুক্তিতে উপনীত হয়।

Leave a comment