মাথাভাঙ্গা মনিটর: দু অধিনায়ক ইয়ন মরগান ও স্টিভেন স্মিথের ঝড়ো ব্যাটিঙের রোমাঞ্চকর ম্যাচে জিতেছে ইংল্যান্ড। একমাত্র টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৫ রানের জয়ে ভালো অবদান রয়েছে শেষ ওভারে চমৎকার বোলিং করা বেন স্টোকসের। গত সোমবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮২ রান করে ইংল্যান্ড। জবাবে ৮ উইকেটে ১৭৭ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ক্যারিয়ার সেরা ৯০ রান করে স্মিথ ফিরে গেলে বড় একটা ধাক্কা খায় অস্ট্রেলিয়া। প্রথম অর্ধশতক পাওয়া স্মিথের ৫৩ বলের ইনিংসটি গড়া ৭টি চার ও ৪টি ছক্কায়। অস্ট্রেলিয়ার সেরা বোলার কোল্টার-নাইলের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে সর্বোচ্চ ৭৪ রান করেন মরগান। তার ৩৯ বলের ইনিংসটি ৭টি ছক্কা ও ৩টি চার সমৃদ্ধ।