খবর: (গাংনীতে জিনের রাণী পরিচয়দানকারী কবিরাজের কারাদণ্ড)
তুমি নাকি ভূতের রাণী জিনের রাণী
রাতের রাণী দিনের রাণী
ভারত জাপান চীনের রাণী
হরেক রকম সিনের রাণী-
তুমি নাকি পথের রাণী হাটের রাণী
ক্ষেতের রাণী মাঠের রাণী
নদী-নালা ঘাটের রাণী
বেড বিছানা খাটের রাণী-
তুমি নাকি লোভের রাণী টাকার রাণী
হাওয়ার রাণী পাখার রাণী
পয়সা কড়ি টাকার রাণী
মামু খালু কাকার রাণী!
-আহাদ আলী মোল্লা