স্টাফ রিপোর্টার: প্রতারিত নারী শোভা খাতুন নিজেই দামুড়হুদা মজলিশপুরের নাজিম উদ্দীন ওরফে রাজুকে (৩২) জাপটে ধরে পুলিশে দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সামনে থেকে তাকে ধরে পুলিশে দেয়া হয়।
শোভা খাতুন চুয়াডাঙ্গা জিনতলাপাড়ার বাসিন্দা। তিনি বলেছেন, চাকরি দেয়ার কথা বলে দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে নাজিম উদ্দীন ওরফে রাজু। মজলিশপুরের মৃত নাসির উদ্দীনের ছেলে নাজিম উদ্দিন দর্শনায় বসবাস করে। টাকা হাতিয়ে নেয়ার পর খোঁজই পাওয়া যায় না। ঘুরে ঘুরে হয়রান। গতকাল সোমবার সোনালী ব্যাংকের সামনে নাজিম উদ্দীন রাজুকে দেখা মাত্রই শোভা চিৎকার দিয়ে ওঠেন। প্রতারক পেয়েছি বলে চিৎকার দিয়ে জনগণের সহযোগিতা চান। উপস্থিত জনতার সহযোগিতায় শোভা আটক করেন নাজিম উদ্দীন রাজুকে। এ সময় রাজু চাকরি দেয়ার কথা বলে ১৫ হাজার টাকা নিয়েছি বলে স্বীকার করলেও দেড় লাখ টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় দেয়া হয়।
পুলিশ বলেছে, নাজিম উদ্দীন রাজুকে থানা কাস্টডিতে রাখা হয়েছে। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা হয়নি। মামলা হলে আজ বুধবার আদালতে সোপর্দ করা হতে পারে।