চুয়াডাঙ্গার কেদারগঞ্জ-গাইদঘাট সড়কের ইটভাটার নিকট ওত পেতে থাকা ছিনতাইকারীদের তাণ্ডব
স্টাফ রিপোর্টার: ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে নগদ প্রায় ১২ হাজার টাকাসহ মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। গতরাত আনুমানিক ১০টার দিকে চুয়াডাঙ্গার কেদারগঞ্জ-গাইদঘাট সড়কের সেলিমের ইটভাটার নিকট ওত পেতে থাকা ৬/৭ জনের একদল ছিনতাইকারী এ তাণ্ডব চালায়।
ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড়র স্কুলপাড়ার মজিবর রহমানের ছেলে আব্দুর রবকে (৩৮) গতরাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরমর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। অবশ্য নিকটজনেরা তাকে গতরাতেই রাজশাহী মেডিকেল কলেজে নেয়ার প্রস্তুতি নেন বলে জানা যায়। এছাড়া ছিনতাইকারীদের লাঠিপেটায় আহত আব্দুল কায়েম (৩৫) চুয়াডাঙ্গা কেদারগঞ্জপাড়ার আজিজুল হকের ছেলে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে দুজনই বলেছে, আমরা দুজনই দৌলাতদিয়াড়ে টায়ারের যৌথ ব্যবসা করি। গাইদঘাট থেকে একজনকে আনার জন্য মোটরসাইকেলযোগে রওনা হই। রাত আনুমানিক ১০টার দিকে সেলিম মিয়ার ইটভাটার নিকট পৌঁছুলে সড়কের ধার থেকে উঠে আসা একদল ছিনতাইকারী দা দিয়ে কোপ মারে। কোপটি লাগে আব্দুর রবের নাকের ওপর। মোটরসাইকেল থেকে দুজন পড়ে গেলে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে আব্দুল কায়েমকে। দুজনের কাছে থাকা প্রায় ১২ হাজার টাকা ও মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা। উপায় না পেয়ে দুজনই ফায়ার স্টেশনে ফোন করে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নিয়ে ভর্তি করায়।