ওয়ারেন্টভুক্ত আসামি আলমডাঙ্গা কোর্টপাড়ার মানিক গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: প্রতারণা ও জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আলমডাঙ্গা কোর্টপাড়ার নূর ইসলাম মানিককে পুলিশ গ্রেফতার করেছে। কালিদাসপুরের এক যুবককে ইতালি নিয়ে যাওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ৭ বছর আগে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, আলমডাঙ্গা কোর্টপাড়ার মৃত হবিবার রহমান মিয়ার ইতালি প্রবাসী ছেলে নূর ইসলাম মানিক (৩৫)। তিনি প্রায় ৭ বছর আগে কালিদাসপুরের মোজাম্মেল হকের ছেলে মাহবুব হাসান পাপ্পুকে ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেন। এরপর দফায় দফায় তার সাথে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। কয়েক দফা পাপ্পুকে বিদেশ নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও তাকে নিয়ে যাওয়া হয়নি। এমনকি টাকাও ফেরত দেয়া হয়নি। এভাবে দীর্ঘ কয়েক বছর বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় প্রতারণার শিকার মোজাম্মেল হক নূর ইসলাম মানিকের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করেন। গত ২ সপ্তা আগে ইতালি থেকে নূর ইসলাম মানিক বাড়িতে ফেরেন। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা থানার এসআই অচিন্ত্য নূর ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। গতকালই সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।