মাথাভাঙ্গা মনিটর: শাস্তির খড়গ নেমে আসছে চার খেলোয়াড়ের ওপর, অনুমিতই ছিলো। এক টুইটার বার্তায় আইসিসি আজ জানিয়েছিলো, ইশান্ত শর্মা, লাহিরু থিরিমান্নে ও ধাম্মিকা প্রসাদকে অভিযুক্ত করেছে আইসিসি। টেস্ট শেষে বিস্তারিত জানানো হবে। কলম্বো টেস্ট শেষে সেই শাস্তি ঘোষণা করলো আইসিসি। এক টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছেন ইশান্ত শর্মা। নভেম্বরে অনুষ্ঠেয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোহালি টেস্ট খেলতে পারবেন না ভারতীয় পেসার। এক ওয়ানডে নিষিদ্ধ হয়েছেন চান্ডিমাল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১ নভেম্বর অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলতে পারবেন না লঙ্কান ব্যাটসম্যান। আর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে প্রসাদ ও থিরিমান্নেকে। গতকাল শেষ হওয়া কলম্বো টেস্টে নানা সময়ে আচরণবিধি ভাঙায় এ শাস্তি দেয়া হলো।