মেহেরপুর অফিস: মাদক রাখার অপরাধ প্রমাণ হওয়ায় মেহেরপুরে সাইফুল ইসলাম (৩২) নামের এক মাদকবিক্রেতা ও সেবনকারীকে দু বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন ওই দণ্ডাদেশ দেন। দুপুরে মেহেরপুর সদর থানার এসআই সাহাবুল ইসলাস ও এএসআই মোস্তাজাব সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের সাইফুল ইসলামের শ্বশুর মোফাজ্জেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম গোভীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।