স্টাফ রিপোর্টার: পুনরায় বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের দাবি করেছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মেরও অভিযোগ করেছেন আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত আইনজীবীরা। সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান। ২৬ আগস্টের নির্বাচনের ফলাফল স্থগিতের দাবি জানিয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন,২৬ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলর নির্বাচনের নজিরবিহীন অনিয়ম ও আইন বহির্ভূত কর্মকাণ্ডের তদন্ত করে সঠিক ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করে পুনরায় নির্বাচন দেয়া হোক। উল্লেখ্য, চলতি মাসের ২৬ আগস্ট বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখনো ঘোষণা করা হয়নি। তবে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী প্যানেল জানিয়েছে তারা নির্বাচনে ১৪টি আসনের মধ্যে ১০টিতে জয়ী হয়েছে।